নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নবীগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান পরিদর্শন করেন।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো করলেন অনুদান পরিদর্শন কালে প্রায় অর্ধ শতাধিক পরিবারকে ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষনা করেন।
পরে তিনি ওই গ্রামের সমাধি মন্দির ও কবরস্থান পরিদর্শন করে উক্ত দু’টি প্রতিষ্টানের উন্নয়নের জন্য ৭০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করেছেন। এ সময় ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিম, কৃষ্ণ সরকার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পরেশ দাশ,সাংবাদিক মতিউর রহমান মুন্না, কাশেম মিয়া প্রমূখ।
ঘুর্ণিঝড় এলাকা পরিদর্শন কালে এমপি কেয়া চৌধুরী বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, স্থাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রেী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে । দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর বিএনপি, জামায়াত জোট সে উন্নয়নকে বাধাগ্রস্থ করে দেশকে ধ্বংস করতে চায়।
এ ব্যাপারে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান।