শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে কোভিড ১৯ এর টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলে টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
প্রথম দিনে সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত ১হাজার ১০জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ২ জানুয়ারী ৬ জানুয়ারী পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ১২ বছর উপরের সকল ছাত্রছাত্রীদের টিকা প্রদান করা হবে।