স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রবিউল ইসলাম সোহাগ (২২) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। আটককৃত সোহাগ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকা থেকে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।
এবিষয়ে মোটরসাইকেলের মালিক হৃদয় মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে আসামী সোহাগকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।