আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জে একটি খড়ের ফেইনে আগুন লেগে অন্তত ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৪ টায়।শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন কুটিরগাঁও গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মোঃ কদ্দুছ মিয়ার বাড়ীতে তার নিজের খড়ের ফেইনে উল্লেখিত সময়ে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় দুএক জন। পরে স্থানীয়রা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় কয়েকটি বসতবাড়ি। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় বসতবাড়ি ও কয়েকটি পরিবার। খড়ের ফেইনে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারিনি।
স্থানীয় লোকজন ধারনা করেছেন হয়তোবা কেউ সিগারেট খেয়ে খড়ের ফেইনে ফেলে দেওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।