মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে,মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর লালটিলা এলাকায় রোববার ভোরে অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে এসআই মো. জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা চা বাগানের ২০নং লালটিলার সামনে থেকে রোববার ভোররাতে অভিযান চালিয়ে ৬টি প্লাস্টিকের বস্তা থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
গাঁজাপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুরমা চা বাগানের চন্দ্র প্রধানের ছেলে রবি প্রধান (২৫), রবি মুণ্ডার ছেলে প্রদীপ মুণ্ডা (২২) ও ভিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধানকে আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।