স্টাফ রিপোর্টার :
সবার হাতে প্লে কার্ড। যেখানে লিখা রয়েছে পিংক ফাস্ট। এই শ্লোগানকে সামনে রেখেই হবিগঞ্জে উদযাপন করা হয়েছে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব এর ৯৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টেুরেন্টে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ক্লাব প্রেসিডেন্ট রায়হানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি,পিপি এডভোকেট তাহমিনা খান জলি, ভাইস প্রেসিডেন্ট (১) সানজিদা মোহিত প্রীতি,ভাইস প্রেসিডেন্ট(২) মাহফুজা আক্তার ডলি,ক্লাব সেক্রেটারী তাছকিরা আক্তার জুবলী, ট্রেজারার এডভোটেক শায়লা পারভীন, ক্লাব করেস্পন্ডেন্ট রওশন আরা লুনা এবং সদস্য দেলোয়ারা চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে ক্লাবের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন সদস্যের জন্মদিন উপলক্ষে উপহার প্রদান করা হয়। সভায় আর্থমানবতার সেবায় কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।