সাধুর বাজার নোয়াগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
আপডেট টাইম ::
বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫
নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সাধুর বাজার নোয়াগাও গ্রামে রাস্তা দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৭ টায়। জানা যায়, নোয়াগাও গ্রামের মকসুদ আলীর পুত্র রমিজ আলী ও তার ভাই সমুজ আলীর মধ্যে বাড়ির পাশ্ববর্তী রাস্তা দিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সন্ধ্যা ৭টায় দুই ভাইয়ের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হয়।
তাদের মধ্যে আব্দুর রউফ (১৮), রাবেয়া খাতুন (৩৫), সমুজ আলী (৩৫), রমিজ মিয়া (৪৫), বেদনা আক্তার (৩২), জেসমিন (১৪) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।