কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ সদরের নুরুন্নেছা খাতুন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে করোনাকালীন সময়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত স্কুলের মাঠ ও মিলনায়তন কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন রুমি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম , হবিগঞ্জ সদর হাসপাতালের ডা: শর্মিষ্ঠা দাস, কমিটির সদস্য মোঃ বজলুর রহমান, সহকারি শিক্ষক জুলেখা বেগম মোঃ: সাইদুর রহমান, নাদিয়া আক্তার।
ডাক্তার শর্মিষ্ঠা দাস উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিবাহ বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করেন ডাক্তার আপা। ৪০ জন শিক্ষার্থীদের মাঝে কৈশর কালীন সময়ে শারীরিক অসুস্থতা সামগ্রী , খাতা কলম ও মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।