নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো: ফজলুর রহমানের পিতা আলহাজ্ব মো: নুর আলী ওরপে আলতাব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় হবিগঞ্জ শহরের পিটিআই রোড এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
হাজী মো: আলতাব হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হিতাকাংখী ও শুভানুধ্যায়ীরা মরদেহ এক নজর দেখার জন্য বাসায় ছুটে যান।
শুক্রবার সকাল ১১টায় রিচি গ্রামে প্রথম জানাজা এবং দুপুর ২টায় শহরের বগলাবাজার রেলওয়ে জামে মসজিদে ২য় জানাজা শেষে মুড়ারবন্দ মাজারে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে এবং ২ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে আলহাজ্ব আলতাব আলীর মৃত্যুতে দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবার গভীরভাবে শোকাহত।
দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবারের পক্ষ থেকে দৈনিক শায়েস্তাগঞ্জ সম্পাদক সাকাওয়াত হোসেন টিটু, নির্বাহি সম্পাদক রহমান সুমন ও র্বাতা সম্পাদক কামরুজ্জামান রিয়াদ এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।