নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায় রবিবার রাত সাড়ে সাতটার দিকে সিলেট থেকে ঢাকা গামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রুপাপৈইল গ্রামের যুগেন্দ্র দাসের ছেলে রথীন্দ্র দাসের (৫৪) ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ হারুনুর রশিদ বলেন, পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।