বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইর করাব ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত স্বাস্থ্য পরিদর্শনক সত্যভূষন ভট্টাচার্য্যের পুত্র অয়ন ভট্টাচার্য্য ও লাখাইর উপসহকারী কৃষি কর্মকর্তা অফিসার অমিত ভট্টাচার্য্যে পুত্র অর্নব ভট্টাচার্য্য এর উপনয়ন অনুষ্টান তাদের মনতৈল গ্রামের বাড়ীতে সম্পন্ন হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) দন্ড বিসর্জন এর মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য ( স্মৃতিময়), করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, লাখাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি জ্যোতি রঞ্জন সিনহা, দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ শালিক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপনয়ন( পৈতা ধারন) সনাতন ধর্মের রীতি অনুযায়ী এ অনুষ্টান অনেকটাই বিয়ের অনুষ্ঠানের সদৃশ।এই অনুষ্ঠানে চুরাকরন,কর্নভেদ এবং সমাবর্তন দেয়া হয়ে থাকে।এ সময়ে ব্রাহ্মণ সন্তানগন গুরুগৃহে তিনদিনব্যাপী গুরুর সান্নিধ্যে থেকে পূজাঅর্চনা, ধর্মীয় রীতিনীতি সহ শিক্ষা লাভ করে।
উল্লেখ্য উপনয়ন ( পৈতা ধারন) কারী অয়ন ভট্টাচার্য্য ও অর্নব ভট্টাচার্য্য রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত অজিত কুমার ভট্টাচার্য্যের নাতি।