মতিউর রহমান মুন্না./এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পল্লীতে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে রাকিব আলী (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সাথে থাকা অপর ৩ কৃষক। নিহত রাকিব আলী উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা ফতেহপুর গ্রামের হুছমত উলার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব আলী প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে কৃষি কাজ করতে বুরহানপুর হাওরে যান। দুপুর ১ ঘটিকার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষির সাথে বজ্রপাত হলে রাকিব গুরুত্বর আহত হয়। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময় আহত হন একই গ্রামের কৃষক তইরুল মিয়া (৩০) সহ আরো ২জন ।তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।