নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রইচগঞ্জ বাজার থেকে গতকাল শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কামাল মিয়া (৪৫) নামের একাধীক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
সে উপজেলার খাগাউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামী কামাল মিয়া বাহুবল থানায় দ্রুত বিচার আইনে মামলা সহ নবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ হন্য হয়ে খুজছিল। শনিবার সন্ধায় গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আরিফ উল্ল্যা ও এ এস আই বজলুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রইচগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।