হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের একটি রাস্তা ২ বছরেও সংস্কার না হওয়ায় চড়ম দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষের। বানিয়াপাড়া – বিষ্ণুপুর সড়কের বানিয়াপাড়া নামক স্থানে একটি স্থানে জলবদ্ধতার কারনে চড়ম ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের স্কুল ,কলেজগামী ছাত্রছাত্রী সহ কয়েক হাজার মানুষ।
দুই বছর যাবত ভাঙ্গা অংশটি মেরামত না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বানিয়াপাড়া গ্রামের হাজী খুশিদ আলীর বাড়ির নিকট রাস্তার একটি অংশ ভেঙ্গে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে হাটু সমান পানি জমে। তখন অনেক কষ্ট করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হয়।
বানিয়াপাড়া গ্রামের কৃষক আশিক মিয়া জানান, এই সামান্য জায়গাটি দীর্ঘদিন যাবত মেরামত না হওয়ায় আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টি হলেই হাটু সমান পানি জমে। ভাঙ্গা অংশটি পার হয়ে গ্রামের ছেলে মেয়েদের প্রাইমারি (প্রাথমিক) ও মাদ্রাসায় যেতে হয়। অনেক সময় বাচ্চারা পানিতে পরে গিয়ে বাড়ি ফিরে যায়।কৃষক সামসুর রহমান জানান, এই জায়গাটি মেরামত করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের কাছে গেলে তিনি বলেন এটি এডিপির রাস্তার। ইউনিয়ন পরিষদ থেকে ঠিক হবে না।
উপজেলা থেকে মেরামত করে দিবে। স্থানীয় ইউপি সদস্য আল মামুন আকছির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি মেরামতের জন্য কয়েকবার উদ্যাগ নেওয়া হয়। কিন্তু সম্ভব হয়নি। ২০১৩ সালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান রাস্তাটি দেখার জন্য এসেছিলেন। পরে তিনি রাস্তাটিতে একটি ড্রেন করে দেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যান কে দায়িত্ব দেন। স্থানীয় চেয়ারম্যান সহ আমি ড্রেনের কাজ করতে গেলে রাস্তার পাশের বাড়ীর বাসিন্দা আব্দুল আলীর ছেলে জলফু মিয়া বাধা দেওয়ায় আর ড্রেন করা সম্ভব হয়নি। এই জায়গাটি সংস্কার করা খুবই প্রয়োজন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, উপজেলা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে রেজিলেশন করে দিয়েছি।