চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় উপজেলা সভা কক্ষে চুনারুঘাট নজরুল একাডেমীর উদ্যোগে কবিতা, গানের আসর ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নজরুল একাডেমীর সভাপতি মোঃ মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ ওয়াদুদ খাঁন মাষ্টারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, চুনারুঘাট সহকারী কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, পদক্ষেপ গণ পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোস্তাক আহমেদ, মাহমুদুল হাসান ফিরুজ, হুমায়ুন কবীর চৌধুরী, সাংবাদিক ফখরুদ্দিন চৌধুরী আব্দাল, মাষ্টার বশির আহমেদ, মিজানুর রহমান মিজান মাষ্টার, আঃ কদ্দুছ মাষ্টার, তৌফিকুল ইসলাম তৌফিক মাষ্টার, আশিষ কুমার দাস প্রমুখ। অনুষ্টানে এলাকার স্থানীয় শিল্পীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করেন।