বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার চান্দভরাং হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছে। উপজেলার চান্দভরাং গ্রামের মোঃ এনামুল হক শিকদার ও হুছনেয়ারা বেগম দম্পত্তির ২ কৃর্তিমান পুত্র বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন কৃর্তিত্বের সাথে উত্তীর্ন হয়। পরীক্ষায় মোঃ সালমান শিকদার এ+ গ্রেড (জিপিএ-৫) ও মোঃ ফারহান শিকদার এ গ্রেড (জিপিএ-৪.৮৯) লাভ করে।
উচ্চ শিক্ষা লাভ করে ভবিষ্যতে চিকিৎসক হতে ইচ্ছুক মোঃ সালমান শিকদার ও মোঃ ফারহান শিকদার নিজেদের সফলতার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।