স্টাফ রিপোর্টার ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দল। গতকাল সোমবার বিকেলে পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দল নেত্রী নুরজাহান বেগম, জানু বেগম, রওশনারা বেগম, করফুন নেছা, আনোয়ারা বেগম, রুবি, সীমা, নিশা, আবেদা, জুসনা বেগম, পারুল প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে মেয়র জি কে গউছের মুক্তির দাবি জানান।