শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের কাউন্টারের কাছ থেকে অজ্ঞাত নারী (৫০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ এ নারীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই খন্দকার মো. আবুল হাসেম বলেন, বার্ধক্যজনিত কারণে এ নারী মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত কারণ বলা যাবে।