স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে এক ব্যক্তিকে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে গাড়ী সহ ধরাশায়ী হয়েছে পলিটেকনিক্যাল ইনিষ্টিটিউট দুই ছাত্র।গণ ধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে দেওয়া হয়েছে । গতকাল বুধবার বিকালে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এসময় অপহরণ কারীদের সাথে ধস্তাধস্তি করায় উপজেলার আলাপুর গ্রামের শফিকুর রহমান (৫৫) নামে এক লোক আহত হয়েছে । তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকৃতরা হল ধুলিয়াখাল গ্রামের নুরুজ্জামানের পুত্র উল্লেখিত কলেজের ছাত্র রকিব (২০) ও আবিদুর রহমানের পুত্র গাজীউর রহমান (২২) আহত সুত্রে জানাযায়, আলাপুর গ্রামের শফিকুরের সাথে প্রতিবেশী মহিবুরের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বুধবার সকালে মহিবুর খা তার দলবল নিয়ে শফিকুরের পুত্র আফজল খা কে পিঠিয়ে আহত করে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে গতকাল ওই সময় তার পিতা শফিকুর রহমান তাকে হাসপাতালে দেখতে আসেন। দেখে যাওয়ার সময় একটি মাক্রোবাস নিয়ে হাসপাতালের জরুরী বিভাগের গেইটের সামন থেকে উল্লেখিতরা সহ আরো ৪/৫ জন লোক তাকে অস্ত্রেমুখে জোর পূর্বক গাড়ীতে তুলে অপহরণ করে নিয়ে যায়। ধুলিয়াখাল পয়েন্টে গাড়ীটি জ্যামে পড়লে শফিকুর রহমান চিৎকার শুরু করলে এ সময় লোকজন মাক্রোবাসটি আটক করে রকিব ও গাজী কে ধরে গণ ধুলাই দেয়। এসময় সাথে অন্যানরা পালিয়ে যায়। পরে তারা পুলিশকে খবর দেয়। সদর থানা এস আই ছানাউল্লাহ ঘটনাস্থলে গিয়ে গাড়ী সহ তাদের কে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ওই এস আই জানান, জনতা তাদের কে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে। লিখিত অভিযোগ পেলে তাদের বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানায় আটক রয়েছে।