স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সাংবাদিক ও তার পরিবারের উপর হামলা চালিয়ে আহত করে বাড়ী ঘর ভাংচুর লুটপাটের ঘটনায় অবশেষে মামলা রুজু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওসি অমূল্য কুমার চৌধুরী মামলাটি রুজু করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করেন। কৃষ্ণপুর গ্রামের স্থানীয় পত্রিকার সাংবাদিক ও দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি ফারুক মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আসামীরা হল, একই গ্রামের প্রতিবেশী আজগর আলী, কুতুব আলী, ফুল মিয়া ও জাহির মিয়াসহ ৫/৬ জন প্রভাবশালী লোক। মামলার বিবরণে জানাযায়, গত ২৫মে সকালে পূর্ব বিরোদের জের ধরে উল্লেখিতরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সাংবাদিক ফারুক মিয়ার বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট চালায় । এসময় বাধা দিলে দৃবৃত্তরা ফারুককে পিটিয়ে আহত করে হাত পা ভেঙ্গে ফেলে। এসময় তাকে বাচানোর জন্য তার ভাই আলতাফ মিয়া ও আফরুজ মিয়া আগাইয়া আসিলে তাদেরকে পিটিয়ে আহত করে লুটপাট করে জিনিস পত্র নিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে থানায় মামলা দায়ের করলে ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু হয়। চুনারুঘাট থানার ওসি জানান, আসামীরা আত্মগোপন করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে । এ ঘটনায় সাংবাদিক মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।