দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এড. মোঃ আবু জাহির এম.পির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লন্ডনে সাবেক কাউন্সিলর বজ্রকন্ঠ ডট কম ও বানিয়াচং ডট কম এর চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান মিজান। গতকাল বুধবার সন্ধ্যা ৭.০০ টায় উনার নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এড. মোঃ আবু জাহির এম.পি সাহেবের হবিগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি হবিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সাফল্য মন্ডিত করা সহ হবিগঞ্জে মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় এবং শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এড. মোঃ আবু জাহিরকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বজ্রকন্ঠের সাংবাদিক ও নাট্য নিকেতনের সভাপতি সৈয়দ রাশিদুল হক রুজেন, নাট্য-ভাস্কর পর্ষদের সহ-সভাপতি আশরাফুল আলম সোহেল, জালাল আহমেদ প্রমুখ।