চুনারুঘাট (হবিগঞ্জ)সংবাদদাতাঃ হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে যায়যায়দিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরে র্যালী বের করা হয়। বিকালে চুনারুঘাট প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা হয়।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ফ্রেন্ডস ফোরামের সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
যায়যায়দিনের চুনারুঘাট প্রতিনিধি মোঃ জামাল হোসেন লিটনের সঞ্চালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা ঃ এএইচ এম মামুন, ডাঃ নজরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সাংবাদিক এস এম সুলতান খান, ওয়াহেদ আলী, এস আর রুবেল মিয়া, নুর উদ্দিন সুমন, কাজী মাহমুদুল হক সুজন, আলহাজ্ব এম এ আউয়াল, খন্দকার আলাউদ্দিন, আলী আমজাদ, আকরামুল ইসলাম, শংকর শীল, উস্তার মিয়া, শাহনেওয়াজ ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।