নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। জানাযায়, ওই গ্রামের আওয়াল মিয়া তালুকদার এর সাথে আলামিন তালুকদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে ।
এর জের ধরে উভয় পক্ষের লোকজন ওই সময় সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে মিনারা খাতুন আলামিন রিপন মিয়া আহত হয়। সংঘর্ষ ফিরাতে গিয়ে তানভীর আহমেদ রানা ও পারভেজ আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে যেকোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী ।