আজিজুল হক নাসিরঃ বার্মায় নির্বিচারে মুসলমান হত্যা,নির্যাতন ও গণ কবরের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা এবং মিছিল করেছে আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘ।জানা যায়,গতকাল চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে মানব বন্ধন, কুশ পুত্তলিকা দহন ও আলোচলা সভার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠিকে নির্যাতিত হওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে জন সেবা মূলক এ সংঠনটি।আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন,সহ সভাপতি আক্তার হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক টিপু সুলতান,সাংগঠনিক সম্পাদক আকরাম এমরান,অর্থ সম্পাদক আশিক চৌঃ সুমন ,সদস্য মোঃ শাহিন,সদস্য রাকিবুল ইসলাম রকিব প্রমূখ।সভায় সকল বক্তারাই অবিলম্বে এই বর্বর নির্যাতন বন্ধ করার দাবী জানান।