হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক আল আমিন হোটেলে গত শনিবার বিকেলে ন্যাশনাল টি কোম্পানীর চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান ড. এ. কে আব্দুল মুবিন ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক শেখ কবির হোসেন, পরিচালক মইনুল ইসলাম, পরিচালক মোঃ কায়েকুজ্জামান, পরিচালক গোলম মোস্তুুফা (আলটারনেটিভ), পরিচালক আসাদুজ্জামান শহীদ খান, ব্যবস্থাপনা পরিচালক এইচ.এস,এম জিয়াউল আহসান, উপ-মহা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, ব্যবস্থাপক এমদাদুর রহমান মিটু, ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন,ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তাকদীর হোসেন, কোম্পানীর ভারপ্রাপ্ত সেক্রেটারী লোকমান হোসেন প্রমুখ।