নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে হবিগঞ্জ দিগন্ত পরিবহণের চালক হিরা মিয়াকে মারপিট করার প্রতিবাদে হবিগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এরপর শনিবার (৬ জুন) সকাল থেকে ঢাকা থেকে হবিগঞ্জ জেলা শহরের উদ্দেশে বাস চলাচল বন্ধ থাকে। হবিগঞ্জ থেকেও ঢাকায় কোনো বাস চলাচল করেনি। আজ রোববারও এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। তাতে করে হবিগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যে তেমন কোনো আলোচনা নেই। তবে মহাসড়কে ঢাকা-সিলেটে বাস চলাচল করছে।
জানা যায়, শুক্রবার রাতে এক জরুরি সভায় হবিগঞ্জ পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ চালক হিরা মিয়ার ওপর নির্যাতনের বিচারের দাবিতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপর শনিবার সকাল থেকে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। রোববারও বাস চলাচল বন্ধ রয়েছে।
দিগন্ত এক্সপ্রেস পরিবহণের মালিক মিয়া মো. ইলিয়াছ জানান, শুক্রবার দুপুরে সায়েদাবাদের রানা কাউন্টারের মালিক রানা তুচ্ছ বিষয় নিয়ে দিগন্ত এক্সপ্রেসের চালক হিরা মিয়াকে মারপিট করে। এ খবর পরিবহণ মালিক শ্রমিকদের মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মলাই মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে হবিগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।