বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট নগরীর বাগবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মুহিবুর রহমান (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র সিলেট নগরীর বাগবাড়ী নরশিন টিলার ১৮৩/৩৩ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা।
রাতে ওসমানী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় তার মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, বাগবাড়ী এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলা উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধিতা ছিল। এর জের ধরে রোববার রাত পৌনে আটটার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে ১৫ জন।
সংঘর্ষে একজনকে গুলিবিদ্ধ এবং দেশীয় অস্ত্রের আঘাতে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী থেকে মুহিবুর রহমানকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, জমি-জমা নিয়ে বিরোধের জেরে সরকারি দলের দুটি গ্রুপও এ সংঘর্ষে অংশ নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি সূত্র জানায়, নিহত মুহিবুর রহমানের লামাবাজার এলাকায় একটি রেডিমেইড গার্মেন্টের দোকান রয়েছে। তিনি সিলেট ডেভলাপম্যান্ট কাউন্সিল ১২ নং ওয়ার্ড শাখারও সাধারণ সম্পাদক ছিলেন।