নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে অনন্তপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমেরিকান প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা আমেরিকান প্রবাসী আব্দুল্লাহর পুত্র বাহার (১৮) গত ৬ জুন মা ও বোনকে নিয়ে দেশে আসেন।
গতকাল সোমবার সকাল ৬ টা ৪৫ মিনিটে ঘুম থেকে উঠার পর বাহার বাসার ছাদে ব্যায়াম করতে যান। এসময় অসাবধানতাবশত ৩৩ হাজার কেভির লাইনে বিদ্যুতস্পৃষ্ট হলে তার পুরো শরীর জ্বলসে যায়। তাৎক্ষনিক ভাবে লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় মৃত ঘোষনা করেন।
আমেরিকা থেকে আসার ১দিন পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার এ মর্মান্তিক মৃত্যুতে দক্ষিন অনন্তপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা ও বোন মানষিক ভাবে ভেঙ্গে বার বার সংঙ্গাহীন হয়ে পরেছেন। সদর হাসপাতালে গিয়ে লাশের ছুরতহাল করেন এসআই কৃষ্ণমোহন।
পরে দুপুরের দিকে তার আত্মীয় স্বজনরা গ্রামের বাড়ি মিরপুরের পশ্চিম জয়পুর গ্রামে লাশ নিয়ে গিয়ে দাফন করেন।