স্টাফ রিপোর্টার :
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ জাহান খান এমপি বলেছেন, আমরা সড়ক নিরাপত্তা আইনের কয়েকটি জায়গায় সংশোধনের জন্য সরকারকে অনুরোধ করেছি, সরকার আইনের কিছুটা সংশোধন করেছে। ইতিমধ্যে সরকার শ্রমিকদের যুক্তিসঙ্গত বিভিন্ন দাবিগুলোও মেনে নিয়েছে। তবে আমাদের শ্রমিকদের মনে রাখতে হবে, সবার আগে নিজের জীবনের নিরাপত্তা।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ মোঃ সজীব আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।
বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, মৌলভী বাজার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওয়াদুদ, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজুল উদ্দিন খান, জেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী বলেন- নির্বাচনের মাধ্যমে হবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নতুন গঠন করা হবে। যারা শ্রমিকদের জন্য অতীতে কাজ করেছেন তারাই নির্বাচিত হবেন। শ্রমিকদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বক্তারা বলেন- পেশাদার লাইন্সেস নবায়ন করতে ডোপ স্টেট করতে হয়। কিন্তু হবিগঞ্জে ডোপ স্টেট করা হয় না। সিলেটে গিয়ে ডোপ স্টেট করতে গিয়ে ভিড়ম্বনায় পড়তে হয় শ্রমিকদের। তারা ডোপ স্টেট বাতিল করার দাবী জানান।