বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে মহানবী হযরত মোহাম্মদ(সঃ)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ জুমা লাখাই উপজেলার ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে এক পথসভায় মিলিত হয়।
ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম মাওঃ ফয়জুল করিম এ সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন মাওঃ আব্দুল লতিফ,মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আলী আজম তালুকদার, মাওঃ আমিনুল হক,মাওঃ মানসুর হামিদ,তাউস আহমেদ প্রমুখ।
সভায় বক্তাগন বিশ্বনবী ও তার সহধর্মিণী হযরত আয়েশা ( রাঃ) এর বিষয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কটুক্তিকারী ভারতের বিজে,পি নেতাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির জোর দাবী জানান।অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।