হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের কমিউনিটি পুলিশিং এর সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাকক্ষে মঙ্গলবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম,সহ সভাপতি আব্দুল নুর, রহম আলী, জাহেদ খান,জগদীশপুর ইউ/পি চেয়ারম্যান শফিকুল ইসলাম,ছাতিয়ান ইউ/পি চেয়ারম্যান খায়রুল ইসলাম মনু।
মাধবপুর থানা পরিদর্শক (তদন্ত))কে,এম আজমিরুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ শাহ হাবিবুল্লাহ সূচন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, আব্দুল কুদ্দুস মাখন,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,মাধবপুর প্রেস ক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ সভাপতি মোঃ আইয়ুব খান,পৌর কাউন্সিলর গোলাপ খান,মাধবপুর বেবী টেক্সি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, এছাড়া আরও বক্তব্য রাখেন শাহীন মহালদার, অলিউর রহমান, আব্দুর রশিদ, নাসির উদ্দিন খান, মাতু মিয়া প্রমুখ।