নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সামার গাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে প্রতিপক্ষের রামদার কুপে গুরুতর আহত সাজিজুল ইসলাম (৩৫) মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত সাজিজুল ওই গ্রামের ছমির হোসেনের পুত্র।
সুত্রে জানাযায়, গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ছমির হোসেন ও একই গ্রামের আফিক উল্লার লোকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫জন আহত হন। এবং গুরুতর আহত সাজিজুল ইসলাম (৩৫) ও রোমন মিয়া (২২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সাজিজুলের মৃত্যু ঘটে।