বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের ওসমানীগরে মালঞ্চ স্পোটিং ক্লাব আহমদনগর আয়োজিত ৪র্থ হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ইউনাইটেড স্প্রোটিং ক্লাব সালামপুরকে ৩৮-৩২ পয়েন্টে হারিয়ে ছয়বন্ধু দক্ষিণ বিশ্বনাথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলায় যৌথভাবে ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ছোটন আহমদ ও শিপু আহমদ।
খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল ইসলাম। মালঞ্চ স্প্রোটিং ক্লাব আহমদনগরের সভাপতি মো. সেবুল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ মো. মোরছালিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
মালঞ্চ স্প্রোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ধারাভাষ্যকার জুয়েল আহমত নূরের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী বশির আহমদ, মতছির আলী, মন্তাজ আলী, ফারুক আহমদ, মাসুক আহমদ, সফর আলী, রইছ আলী, আনই মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আহমদ, রুমেল মিয়া, ব্যাংকার এনামউদ্দিন, সমাজসেবক রাহেল মিয়া,মুসলিম আলী, সেলিম খান, মতাহির আলী, আব্দুল ওদুদ, জুনাব আলী, রাসেল আহমদ, ডাক্তার আছাবউদ্দিন আছকির, আব্দুল কাইয়ুম, মকবুল আলী, আপ্তাব আলী, সামাদ, টুটুল, শাহিন আহমদ প্রমুখ।