চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: খাদ্যদ্রব্যর ভেজাল প্রতিরোধ করি সুস্থ সবল জাতি গরি। এই শ্লোগানকে সামনে রেখে আরডিআরএস বাংলাদেশ এর সকল কর্ম এলাকায় বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় এক মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার শায়েস্তাগঞ্জ রোডে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানব বন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মাসুক মিয়া, আরডিআরএস বাংলাদেশের শিখন কর্মসূচির মাঠ সমন্বয়কারী সুনীল কুমার অধিকারী, চুনারুঘাট শাখার ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণের মোহাম্মদ আজাহারুল ইসলাম, শিখন কর্মসূচির টিটিএস রিপন চন্দ্র রায় ও সাজিদুর ইসলাম।
এছাড়াও শিখন কর্মসূচির লার্নিং ফ্যাসিলিটেটর ও শিক্ষিকাবৃন্দ শিখন স্কুলের সভাপতিবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিেিত মানব বন্ধন করা হয়েছে।