হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ ৩০ হাজার ১১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম।
ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৬ কোটি ১০ লাখ ৩০ হাজার ১১০ টাকা। এর মধ্যে নিজস্ব খাতে ২৫ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা এবং উন্নয়ন খাতে ৫০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ২১০ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৭৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ৪৮২ টাকা। এর মধ্যে নিজস্ব খাতে ২৫ কোটি ৫ লাখ ৫২ হাজার ৫৮৬ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৮৯৬ টাকা। ঘোষিত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৬২৮ টাকা।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত পৌর মেয়র পিয়ারা বেগম বলেন- সড়ক উন্নয়ন, ড্রেন, কিচেন মার্কেট, পৌর শিশু পার্ক, ট্রাক টার্মিনাল, নতুন পৌর কমপ্লেক্স নির্মাণ ও পানির লাইন সরবরাহ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া নতুন বাজেটে শহরকে মনোরম করতে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা, অসহায় ও দুঃস্থ নারীদের উন্নয়নসহ অনগ্রসর শ্রেণীর উন্নয়নে পদক্ষেপ গ্রহণ এবং প্রতিবন্ধিদের পুনর্বাসনসহ কবরস্থান ও শ্মশানঘাটগুলোর উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে বলে ভারপ্রাপ্ত পৌর মেয়র জানান।
বাজেট ঘোষণাকালে সাংবাদিক, পৌর কাউন্সিলর ও কর্মকর্তাসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।