হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে ভোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কে.এম আজমিরুজ্জামান।
সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আব্দুল মালেক মধু,প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সম্পাদক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ব্যবসায়ী জীবন কৃষ্ণ বণিক প্রমুখ। ভোক্তা সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।