


বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া বাজারে তিন দোকান সহ মসজিদে হানা দিয়েছে চোরেরা। চুরির সময় ফেলে যাওয়া মোবাইলে সহজে সনাক্ত হতে পারে চোর। পুলিশ ফাঁড়ির নিকটে সংঘটিত চুরির ঘটনা নিয়ে ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক।
জানা যায়, রবিবার ৩ জুলাই রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা।
সোমবার সকালে লোকের মাধ্যমে খবর পেয়ে ছুটে এসে দেখতে পান চুরির ঘটনা। দোকান হচ্ছে শিপন দেবের মুদির দোকান, প্রদীপ দেবের বিকাশ ও স্টেশনারি দোকান ও সেলিম মিয়ার টং দোকান এবং স্থানীয় মসজিদের দানবাক্সও নিয়ে যায় চোরেরা।
পুলিশ ফাঁড়ির মাত্র একশ মিটারের মধ্যে উল্লেখিত দোকানে ঘটে চুরির ঘটনা। এব্যাপারে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী প্রদীপ দেব।
এব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম জানান চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।