নবীগজ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজে রাগীব আলী ভবন এর দ্বিতীয় তলার বৃত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর বৃত্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, কলেজ উন্নয়ন কমিটির সভাপতি ও জি.বি সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান মাসুদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কলেজ উন্নয়ন কমিটি ও জি.বি সদস্য মাহমুদ চৌধুরী, জাপা নেতা খলিলুর রহমান দুদু, অধ্যাপক রেজাউল আলম, আবির হোসেন, অসিম কুমার রায়, জাপা নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।