ডেস্ক : ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র সদস্যদেরকে বিয়ে করতে রাজী না হওয়ায় ইরাকের আল আনবার প্রদেশের দেড়শ নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।দেশটির মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে আল আনবার প্রদেশের আল-ওয়াফা শহর থেকে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আইএস সন্ত্রাসীদের হাত থেকে জীবনরক্ষার প্রচেষ্টায় অনেক পরিবার মরুভূমিতে আশ্রয় নিতে বাধ্য হলে বহু শিশু মর্মান্তিকভাবে মারা যায়।