বিশেষ প্রতিনিধি :
মোটরসাইকেল চলাকে কেন্দ্র করে শহরের ঘাটিয়া বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা ৫জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, শুক্রবার বিকাল ২টায় ঘাটিয়া বাজার এলাকায় পংকজ দাসের দোকানের সামনে ১জন মোটরসাইকেল আরোহী ও পথচারীর মধ্যে ঝগড়া বাঁধে। এসময় পৎকজ দাস তাদেরকে দোকানের সামন থেকে সরিয়ে দেন।
প্রায় আধ ঘন্টা পর নাতিরপুর এলাকায় ২০/২৫ জন ছেলে এসে পংকজ দাসের দোকান ও সিটি টেইলার্সে হামলা চালায়। এসময় অন্যান্য দোকান মালিক ও কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলায় আলনুর সিটির দোকান কর্মচারী বাবলু দাস (৩০), উজ্জল খান (২৫) নাবিলা বস্ত্রবিতানের জাহাঙ্গীর মিয়া (৩৫) লোকনাথ বস্ত্রালয়ের অসীম চক্রবতর্ী ও পংকজ দাস আহত হন।
আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
হামলার পরপরই হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) নেতৃবৃন্ধ ঘটনাস্থলে যান এবং অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।
এবিষয়ে ব্যাকস সভাপতি আলহাজ্ব শামসুল হুদা জানান, এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। আমি বিষয়টি নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা করেছি, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।