জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ সদরের সানাবই গ্রামে জুয়ার টাকা নিয়ে স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে পাষন্ড স্বামী। এতে তার হাতের ৩টি আঙ্গুল কর্তন হয়েছে। কব্জি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় স্বামীকে আটক করেছে।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে ওই গ্রামের হাজী মৃত নেজামত উল্লার পুত্র ফজল খান (৫০) এর সাথে প্রতিবেশী সালামত উল্লার কন্যা সালেহা খাতুন (৪৫) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩টি পুত্র ও ৩টি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে।
সম্প্রতি ফজল জুয়াসহ নেশাগ্রস্থ হয়ে পড়ে। নেশা ও জুয়ার টাকার জন্য স্ত্রী সালেহার উপর নির্যাতন করতো। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সালেহা এতদিন টাকার ব্যবস্থা করে দিলেও এক পর্যায়ে বন্ধ করে দেয়। এতে ফজল ক্ষিপ্ত হয়ে উঠে।
শনিবার বিকেলে সে ফের সালেহার নিকট টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ফজল দা দিয়ে সালেহার উপর আক্রমন চালায়। তার উপর্যুপুরি দায়ের কুপে সালেহার ডান হাতের ৩টি আঙ্গুল কর্তন হয়ে যায় এবং কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন ফজলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আহতাবস্থায় সালেহাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। আপাতত ফজলকে আটক রাখা হয়েছে।