জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের শহরের শায়েস্তানগর সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে ম্যাগজিন সহ গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহরে আতংক বিরাজ করছে।
রবিবার বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটো রিক্সা (হবিগঞ্জ থ-১১-৫৭৯২) হবিগঞ্জের উদ্ধেশ্যে রওয়া হয়।
সিএনজি চালক জুনাব আলী জানায়, ২নং পুল এসপি অফিসের সামনে একজন পুলিশ সদস্য নামেন। গাড়িটি হবিগঞ্জ সিএনজি স্ট্যান্ডয়ে আসলে যাত্রীরা নেমে যায়। সিএনজির সিটের পিছনে ম্যাগজিন ভর্তি ১৪ রাউন্ড গুলি দেখতে পায়।
সাথে সাথে ডিবির পুলিশকে খবর দিলে এস আই ইকবাল বাহার ঘটনাস্থলে এসে ম্যাগজিনসহ গুলি নিয়ে যান।
হবিগঞ্জ ডিবির ওসি মোক্তাদ্দির চৌধুরী জানান, সিএনজিতে পরিত্যাক্ত অবস্থায় ১৪ রাউন্ড ম্যাগজিন ভর্তি পিস্তলের গুলি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।