নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা ও ড্রাইভার বাজারে ভেজাল খাবার পরিবেশন ও ভেজাল পণ্য বিক্রি করা এবং লাইসেন্স না থাকায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম ও শফিউল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজাল খাবার তৈরি, ভেজাল পণ্যসামগ্রী বিক্রি করাসহ লাইসেন্স না থাকায় জংশনের নারিকেল পাতা রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, মুসলিম রেস্টুরেন্টকে ১ হাজার, আব্দুল জলিলের রেস্টুরেন্টকে ১ হাজার, ড্রাইভার বাজারের মায়ের দোয়া ভাই ভাই বেকারীকে ২০ হাজার, চাষী বীজ ভান্ডারকে ২ হাজার, জনতা বীজ ভান্ডারকে ২ হাজার, বিল্লাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভেজাল পণ্য নষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।