হামিদুর রহমান, মাধবপুর থেকে : মাধবপুরে মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে গাজাঁ সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।ভ্রামমান আদালতে ৬ মাসের কারাদন্ড।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ধর্মঘর সীমান্ত ফাড়িঁর সুবেদার সিরাজদ্দৌল্লার নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে আঃ খালেকের পুত্র চিহিুত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামী সেলিম মিয়া (৩০) কে ৫ কেজি গাঁজাসহ আটক করেছেন।
পরে রাত সাড়ে ১১ টার দিকে আটককৃত চিহিুত মাদক মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে কে ভ্রামমান আদালতের বিচারকের মুখোমুখি করা হলে ভ্রামমান আদালতের বিচারক ও মাধবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৯০ এর ২২ এর (খ)ধারা অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মাধবপুর থানায় একাদিক মাদক মামলা রয়েছে।