হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ সোমবার সকালে উপজেলার রহমত আলী (৩৫) নামে এক ডাকবাতকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম ওই দিন সকাল ১১টার দিকে মাধবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত রহমত আলী ধর্মঘর ইউনিয়নের মৃত তারাব আলীর ছেলে। তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা ছিল।