স্টাফ রিপোর্টার :
স্কাউট আন্দোলনে এগিয়ে যাচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। নতুন নতুন কর্মসূচি আর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন স্কাউটদলে যোগদানকারী শিক্ষার্থীরা। সপ্তাহের বৃহস্পতিবার সেখানে আয়োজন করা হয় প্যাক/ট্রুপ মিটিং। স্কুল ক্যাম্পাসে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর উডব্যাজার মোহাম্মদ জাহির মিয়া তালুকদারের অনুপ্রেরণায় শিক্ষকরাও আন্তরিকভাবে কাজ করছেন স্কাউট আন্দোলনের মাধ্যমে স্কুলের ভাবমূর্তি বৃদ্ধি করার জন্য।
বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় প্যাক ও ট্রুপ মিটিং। পরে স্কুল প্রাঙ্গণে স্কাউটরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উক্ত প্যাক/ট্রুপ মিটিং এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর উডব্যাজার মোহাম্মদ জাহির মিয়া তালুকদার। উপস্থিত ছিলেন ইউনিট লিডার কামরুন্নাহার শিল্পী এবং সৈয়দা রায়হানা বেগম ।