বাহার উদ্দিন, লাখাই থেকে :
বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ হবিগঞ্জ এর নিয়মিত অভিযানের অংশ হিসাবে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ৪ টি বক ও ২ ঘুঘু অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ লাখাই সড়কে অভিযান কালে হবিগঞ্জ সদর উপজেলার ধল এলাকা থেকে পাখী শিকারীরা পাখী বিক্রয়ের সময় ৪ টি বক এবং ২ ঘুঘু পাখি উদ্ধার করে।
অভিযানের শেষে উদ্ধারকৃত বন্য বক ও ঘুঘু কে লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন পুকুর পাড়ে অবমুক্ত করা হয়।
অবমুক্ত কালে হবিগঞ্জ বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পরিবেশ আন্দোলন( হপা) লাখাই কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ,মোজাম্মেল হক,বন বিভাগের জিয়াউল হক রাজু,অনুরঞ্জন অধিকারী,পিপলু দেবসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় রেঞ্জ কর্মকর্তা তোফায়েল ইসলাম চৌধুরী উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন বন্যপ্রাণী আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদের প্রতি সদয় আচরন এবং এদের রক্ষায় সকলের একযোগে কাজ করার আহবান জানান।এ ধরনের পশুপাখি শিকার বন্ধে সসকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।