চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট দুর্গাপুর বাজার জামে মসজিদে উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ছোট ভাই ও হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা এমদাদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় এ মিলাদ দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার জুম্মার এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ইউপি সদস্য সুফি মিয়া, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সদস্য ফজলুল হক তালুকদার কাজল, সাবেক ইউপি ফরিদ আহম্মদ, দুর্গাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিক মিয়া, আলহাজ্ব আঃ মালেক প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও পেশ ইমাম মাওঃ তাজুল ইসলাম। উল্লেখ্য যে, গত ২৬শে মার্চ দিবাগত রাত্রে এমদাদ চৌধুরী হবিগঞ্জে থেকে চুনারুঘাট বালিয়ারী গ্রামের বাড়িতে ফেরার পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ-চুনারুঘাট রোডে দুর্গাপুর দত্তবাড়ি নামক স্থানে নোহা গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পরে গেলে তিনি গুরুত্বর আহত হন।