শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুঘর্টনায় বাউল শিল্পী তানিয়া (২২) নিহত হয়েছেন। এঘটনায় ১জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সিএনজি পাম্পের নিকট এ দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিক নিহত তানিয়ার নাম ছাড়া অন্য পরিচয় জানা যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ২ নং পুল এলাকার জনৈক জুয়েল শিল্পী তানিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে একটি অজ্ঞাতগাড়ী তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তানিয়া মারা যান এবং জুয়েল আহত হয়েছন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েয়ে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এজাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।