হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুশিদ স্কুল এন্ড কলেজের জনৈক ৭ম শ্রেনীর ছাত্রী এক বখাটের উৎপাতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
বখাটে শাহজাহানের বিরুদ্ধে ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়-উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের ৭ম শ্রেনীর ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে একই ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের প্রভাবশালী আইয়ুব আলী বখাটে ছেলে শাহজাহান মিয়া(২০) প্রেম নিবেদনসহ যৌন হয়রানী করে আসছিল।
৮ জুন ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বিকাল ৫টায় বাড়ী যাওয়ার পথে নির্জন স্থানে একা পেয়ে বখাটে শাহজাহান তাকে ঝাপটে ধরে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষন চেষ্টা ও যৌন হয়রানী করতে থাকে। এসময় ওই ছাত্রীর শোর-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে বখাটে শাহজাহান পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীর পরিবাবর স্থানীয় ইউ/পি সদস্যসহ বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে বিচার দেয়। কিন্তু কেউই ওই বখাটের বিচার করতে সাহস পায়নি। ফলে বাধ্য হয়ে সোমবার সকালে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে খুরশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া জানান-ঘটনার পর পরই আমাকে ওই ছাত্রীর পরিবার জানিয়েছিলেন কিন্তু এতো দিন লিখিত অভিযোগ দেয়নি, আজ লিখিত অভিযোগ দেওয়ার পর তা থানায় দিয়েছি ।উক্ত ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।